ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফরিদপুরে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ফরিদপুরে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

ফরিদপুর: ফরিদপুরে জেলার শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘জ্ঞানের আলো ট্রাস্ট’ এ সম্মাননা দেওয়া হয়।

 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় জেলার তিনজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

এরা হলেন-সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার দাস ও ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুবর্ণা রায় লিপা।

জানা যায়, তাদের নান্দনিক উপস্থাপনা, শিক্ষার্থীদের নিবিড়ভাবে শিক্ষা প্রদান ও করোনাকালীন এই সময়ে অনলাইনে শিক্ষা দেওয়ার কৃতিত্ব স্বরূপ তাদের এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।