ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জাবিতে দিনব্যাপী  প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে  শুরু হয়েছে প্রজাপতি মেলা-২০২১।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের  সামনে বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আক্তার।

এ সময় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট -২০২১ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

প্রজাপতি মেলা-২০২১ এর আহ্বায়ক জাবির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রজাপতি ছোট পতঙ্গ হলেও পরাগায়নের মাধ্যমে আমাদের বনাঞ্চলকে টিকিয়ে রাখে। এই প্রজাপতি মেলার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃতিতে ফিরে যাই। আমাদের উন্নয়ন যেন প্রকৃতি ধ্বংস করে না হয়। প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে এর কোন বিকল্প নেই।

অতীতে জাহাঙ্গীরনগরে ১২০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে ৬০ প্রজাতির পাওয়া যায়। সবুজ বনাঞ্চল টিকিয়ে না রাখলে ভবিষ্যতে প্রজাপতির সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা করেন তিনি।

দিনব্যাপী জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বির্তক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করার মধ্য দিয়ে শেষ হবে  এই মেলা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।