ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে প্রথমবারের মতো হিম উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
পবিপ্রবিতে প্রথমবারের মতো হিম উৎসব

পটুয়াখালী: দেশের দক্ষিণ অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হিম উৎসব।

খাতাকলমে শীতকাল আসতে আর কয়েকদিন বাকি থাকলেও এখনই শীত পড়তে শুরু করেছে, পরতে হচ্ছে শীতের পোশাক।

তাই শীতকে বরণ ও দেশীয় সংস্কৃতি চর্চার লক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির বকুলতলায় আয়োজন করা হয় হিম উৎসবের।  

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো এ হিম উৎসব হলো। উৎসবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা খুব আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেন। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে উৎসব।

আয়োজকরা বলেন, আমরা এখন বাস করছি এমন একটা সময়ে, যখন আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের লোকজ সংস্কৃতি। বাঙালির পরিচয় সংস্কৃতি, ভাষা, নিঃশ্বাস ও বিশ্বাসে। আমরা বেঁচে থাকি গানে ও কবিতায়। নিজেদের মধ্যে লালন করি আমাদের সংস্কৃতি। শীতের রুক্ষতার মতো এক অদ্ভুত অন্ধকার গ্রাস করে নিচ্ছে আমাদের গান, আমাদের কবিতা, আমাদের ভাষা আর আমাদের সংস্কৃতিকে।

তাই হিম উৎসবে শিক্ষার্থীরা সংগীত অনুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যার পর থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা দলে দলে উৎসব স্থলে ভিড় জমান এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালিত হয়। উৎসব সফল করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সব ধরনের সহযোগিতা করেছেন বলেও জানান আয়োজকরা।

প্রতিবছর হিম উৎসব করার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।