ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিজ বাস ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
শুধু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্য বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানের কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটে গেছে, যে কারণে কয়েকটি দফার আন্দোলন হঠাৎ করে এক দফায় পরিণত হলো, এই সময়ে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়গুলো ক্ষতিয়ে দেখব। সেখানে কারও যদি ত্রুটি, বিচ্যুতি, অবহেলা থাকে তার সবকিছুই ক্ষতিয়ে দেখা হবে এবং তিনি যেই হন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এমআইএইচ/জেএইচটি