ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন-মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন-মোমবাতি প্রজ্জ্বলন

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ উদীচী জেলা সংসদ।  

সোমবার (ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় বিচারের দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ কর্মসূচিতে শিশুসহ উদীচী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে উদীচীর সাধারণ সম্পাদক আনিচুর রহমান রাজু, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক মাহবুবুর রহমান শিপন, জেলা উদীচীর সদস্য প্রীতিলতা মণ্ডল, বশেমুরবিপ্রবি উদীচী শাখার আহ্বায়ক পিউ মৃধা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এ আমাদের কারো কাম্য নয়। শুধু বিশ্ববিদ্যালয় নয় দেশের সব নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচারের দাবি জানান তারা।

পরে বিচারের দাবিতে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বড়দের পাশাপাশি শিশুরাও মোমবাতি প্রজ্জ্বলন করে।

 

আরও পড়ুন>

ব‌শেমুর‌বিপ্রবি‌র বি‌দেশি শিক্ষার্থী‌দের মানববন্ধন 

বশেমুর‌বিপ্রবি‌তে আ‌ন্দোলনরত শিক্ষার্থী‌দের নতুন কর্মসূ‌চি ঘোষণা
গোপালগঞ্জে ছাত্রীকে গণধর্ষণ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-থানা ঘেরাও

গোপালগঞ্জে ছাত্রীকে ‘গণধর্ষণ’: ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘গণধর্ষণের’ ঘটনার প্রতিবাদে মশাল মিছিল

গ্রেফতার ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে শিক্ষক সমি‌তির মানববন্ধন

চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ 

ছাত্রীকে গণধর্ষণ: বশেমুরবিপ্রবিতে আলোর মিছিল

ধর্ষকদের বিচার ও শিক্ষক শিক্ষার্থীদের হামলা প্রতিবাদে বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত

৬ ধর্ষকের প্রতীকী ফাঁসির গণ রায় কার্যকর

বশেমুরবিপ্রবির ছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত ৬ আসামি কারাগারে

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।