গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন ১৪ জুন শুরু। চলবে ১৮ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্স স্টাডিজ, এডভান্স এমবিএ, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন শিক্ষার্থী/গবেষক ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম ১৪ জুন থেকে ১৮ জুলাই রাত ১২টার মধ্যে পূরণ করতে হবে। ভর্তির বিজ্ঞপ্তি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০২, ২০২২
আরএস/কেএআর