ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সলিমুল্লাহ মে‌ডিক‌্যালের অধ‌্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ৮, ২০২২
সলিমুল্লাহ মে‌ডিক‌্যালের অধ‌্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ

কেরানীগঞ্জ (ঢাকা): রাজধানীর স‌্যার স‌লিমুল্লাহ মে‌ডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ নূরুল হুদা লে‌লিনকে দেড় ঘণ্টা অব‌রুদ্ধ রেখে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।  

বুধবার (৮ জুন) সকাল ১০টার দিকে শতশত শিক্ষার্থী ছাত্রাবা‌সগুলোতে বাসযোগ‌্য প‌রিবেশ গড়ে তোলার দাবিতে কলেজের একাডে‌মিক ভবনে জড়ো হয়ে অধ‌্যক্ষকে অবরুদ্ধ করে।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সমস‌্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে কলে‌জর স‌চিব মো. এনায়েত কবীর বাংলা নিউজকে বলেন, কলে‌জ হোস্টেলগু‌লো‌ পুরনো হয়ে যাওয়ায় পা‌নির লাইনসহ যাবতীয় আসবাপত্র ভেঙে গেছে। এ কারণে হলগু‌লোতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গত একমাস যাবৎ পা‌নি না থাকায় বে‌শি সমস‌্যা হচ্ছে। ‌ ছাত্রছাত্রীদের কথা চিন্তা কর ছাত্রদের জন‌্য দু‌টি ও ছাত্রীদের জন‌্য এক‌টি নতুন হোষ্টেল তৈ‌রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‌ তাছাড়া বিদ‌্যমান সমস‌্যাগু‌লো চি‌হ্নিত করে দ্রুত সমস‌্যা সমাধান করা হবে।  


বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।