ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩০তম বিসিএস এর স্থগিতকৃত ১৩ প্রার্থীর ফলাফল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১২
৩০তম বিসিএস এর স্থগিতকৃত ১৩ প্রার্থীর ফলাফল ঘোষণা

ঢাকা: ৩০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত কমিশনের ৩-১১-২০১১ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য বিভ্রাট বা প্রশাসনিক কারণে ১৬ জন প্রার্থীর ফলাফল কমিশন স্থগিত রেখেছিল।

এ বিষয়ে কমিশন কর্তৃক গঠিত তদন্ত কমিটির নিকট দাখিলকৃত ১৩ জন প্রার্থীর কাগজপত্র/সনদপত্র/ডকুমেন্ট যথাযথ বিবেচিত হওয়ায় উল্লিখিত ১৩ জন প্রার্থীর স্থগিত ঘোষিত ফলাফল ঘোষণার বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।



সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ বিষয়ে জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার ভিত্তিক সুপারিশকৃত  ১৩ জন প্রার্থীর রেজিঃ নম্বর হলো ঃ

সাধারণ ক্যাডার ঃ বিসিএস (প্রশাসন) ঃ ০৭১৯০৭, ১১০৮০০ = ০২ জন, বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ঃ ০৬১৩০৯ = ০১ জন। প্রফেশনাল ক্যাডার ঃ বিসিএস কৃষি (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা) ঃ ০৮৬০৪২ = ০১ জন, বিসিএস স্বাস্থ্য (সহকারী সার্জন) ঃ ০০৩২৬৮ = ০১ জন, বিসিএস পশুসম্পদ (ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রভাষক)ঃ ০৩২৪৫৪= ০১ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, ইংরেজি ঃ ০০৭৮৮৬, ০৬৫৩২২= ০২ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান ঃ ০০৩৭১১ = ০১ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, সমাজ বিজ্ঞান ঃ ০২৯২১৮ = ০১ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, উদ্ভিদ বিদ্যা ঃ ২০৬৫৬৬=০১ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, গণিত ঃ ০২১৬৩৭ = ০১ জন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক, ভূগোল ঃ ০৬৪৯৬৮ = ০১ জন।

এতে আরো বলা হয়, সুপারিশ প্রণয়নকালে সরকার কর্তৃক নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পরবর্তীকালে যে কোন সময় কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোন ক্ষেত্রে যেমন চাহিদাকৃত কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা কোন গুরুতর ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

মেডিক্যাল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক নিয়োগ জীবন বৃত্তান্ত যাচাই এর পর প্রার্থীদেরকে নিয়োগ দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে প্রেস বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯২০ঘণ্টা, মার্চ ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।