ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির উর্দু বিভাগে ফল বিপর্যয়, সভাপতির কক্ষে তালা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
রাবির উর্দু বিভাগে ফল বিপর্যয়, সভাপতির কক্ষে তালা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেন করেন শিক্ষার্থীরা।

এসময় তারা বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন।  

পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন এবং আগামী রোববার (২৮ আগস্ট) আবার আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। তবে সমস্যা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীরা আবার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিভাগের শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে তাদের ফল বিপর্যয় করেছেন। ফল বিপর্যয়ের পেছনে শিক্ষকদের অন্তকোন্দল, পরীক্ষা কমিটির চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, পক্ষপাতিত্ব এবং বিভাগের সভাপতির দায়িত্বে অবহেলার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৩৫ জন নিয়মিত ও তিনজন অনিয়মিত শিক্ষার্থী রয়েছেন। তারা প্রত্যেকেই প্রথম সেমিস্টারে পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ২২ এপ্রিল তাদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ওই মাসেই শেষ হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের ফল প্রকাশ হয়। এ পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক নাসির উদ্দিন। দ্বিতীয় সেমিস্টারে ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৩০ জনের ফল প্রকাশিত হয়। ছয়জন নিয়মিত ও দু’জন অনিয়মিত শিক্ষার্থীর ফল প্রকাশিত হয়নি এবং ছয়জন শিক্ষার্থী একটি করে কোর্সে ফেল করেছেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম সেমিস্টারের পরীক্ষায় ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। তবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় মাত্র ছয়জন প্রথম শ্রেণি পেয়েছেন। ওমর ফারুক নামে এক শিক্ষার্থী প্রথম সেমিস্টারে সিজিপিএ ৩.৫৮ পেয়ে উত্তীর্ণ হলেও দ্বিতীয় সেমিস্টারে তার ফল আসেনি। মো. আলম নামে আরেক শিক্ষার্থী প্রথম সেমিস্টারে সিজিপিএ ৩.৭৫ পেলেও দ্বিতীয় সেমিস্টারে পেয়েছেন ২.৬৪। ফৌজিয়া তুরাণী নামে এক শিক্ষার্থী প্রথম সেমিস্টারে ৩.৮৩ পেলেও দ্বিতীয় সেমিস্টারে তিনি পেয়েছেন ২.৭৮। মানিক সুমন প্রথম সেমিস্টারে পান ৩.৬৬ কিন্তু দ্বিতীয় সেমিস্টারে পেয়েছেন ২.৭৫। প্রথম সেমিস্টারের পরীক্ষায় সিজিপিএ ৩.৯১ পেয়ে প্রথম হন নিশাত তাসনিম। দ্বিতীয় সেমিস্টারে তিনি পেয়েছেন ৩.২৮। এভাবে অধিকাংশ শিক্ষার্থীর ফল বিপর্যয় হয়েছে।

উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে আমাদের রেজাল্ট খারাপ করে দিয়েছেন। তাদের কথামত না চললে তারা চিহ্নিত করে রাখেন। তারা ক্লাসে আমাদের সরাসরি দেখে নেওয়ার হুমকি দেন। শিক্ষকদের অন্তকোন্দলের কারণে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সঙ্গে এমনটা করেছেন। আমি যেমন পরীক্ষা দিয়েছি, তাতে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমার রেজাল্ট না আসার প্রশ্নই আসে না। শিক্ষকদের কাছে ‘প্রাইভেট’ না পড়ার কারণেও ফল বিপর্যয় হতে পারে বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

একই বর্ষের আরেক শিক্ষার্থী বলেন, এই বিভাগে ভর্তি হয়ে আমাদের জীবনটাই ধ্বংস। আমাদের বিভাগের শিক্ষকরা শ্রেণিকক্ষে আমাদের প্রতিনিয়তই মানসিক নির্যাতন করেন। বিভাগের পিকনিকে যেতে হলেও শিক্ষকদের রাজনীতির শিকার হতে হয়। ক্লাসে ভালো শিক্ষার্থীদের উৎসাহিত করার পরিবর্তে শিক্ষকরা উল্টো নানাভাবে নিরুৎসাহিত করেন। মূলত পরীক্ষা কমিটির সভাপতির কারণেই আমাদের এ ফল বিপর্যয় হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে ফল প্রকাশে বিলম্ব করেছেন। আর আজ তিনি ভারতে যাবেন, তাই তড়িঘড়ি করে তিনি ফল প্রকাশ করেছেন। আমরা এ ফল দ্রুততম সময়ে পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বাংলানিউজকে বলেন, রেজাল্ট দেখে আমার মনে হয়েছে, সত্যিই ফল বিপর্যয় হয়েছে। কিন্তু কেন এমনটা হয়েছে, সেটি স্পষ্ট নয়। শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবি আমি পরীক্ষা নিয়ন্ত্রককে জানাব। আশা করছি, শিক্ষার্থীরা তাদের ন্যায্য ফল বঞ্চিত হবেন না।  

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, শিক্ষার্থীদের দাবি ন্যায্য। এখানে আসলেই ফল বিপর্যয় হয়েছে। রেজাল্ট শিট দেখে বিষয়টি আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের অভিযোগ ও দাবিগুলো আমাকে দিয়েছেন। আমি আগামী রোববার তাদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।