ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসএসসি পরীক্ষার প্রথম দিনে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি  বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছবি: সংগৃহীত

নড়াইল: সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিন নড়াইলের কালিয়া উপজেলার দুটি কেন্দ্রে ও লোহাগড়ার একটি কেন্দ্রে পরীক্ষার শুরুতে বাংলা প্রথম পত্রের স্থলে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের খবর পাওয়া গেছে।



প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্র লেখা থাকায় এমনটি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
 
তাৎক্ষণিকভাবে ভুল প্রশ্নপত্র উঠিয়ে নিয়ে প্রথম পত্রের প্রশ্নপত্র বিতরণ করে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়। জেলায় মোট ২১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) পরীক্ষা শুরু হলে কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বাংলা প্রথম পত্রের প্রশ্নের পরিবর্তে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হলে পরীক্ষার্থীদের কাছে ভুলটি ধরা পড়ে। এছাড়া লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একই ঘটনা ঘটে।
 
কালিয়া প্যারী শংকর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব দীপ্তিরানী বৈরাগী ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, প্রশ্নপত্রের প্যাকেটের ওপরে বাংলা প্রথমপত্রের কোড লেখা থাকায় এমনটি হয়েছে। পরে টের পেয়ে দ্রুত সেগুলো গুছিয়ে নেওয়া হয় এবং বাংলা প্রথম পত্রের অতিরিক্ত প্রশ্নপত্র দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা হয়। কেন্দ্রটিতে প্রথম দিনে ৩৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।  

এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা বাংলানিউজকে জানান, ১৫টি প্রশ্ন বিতরণের পর বিষয়টি নজরে আসে। এরপর দ্রুত কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্নগুলো ফিরিয়ে নেন এবং সঠিক প্রশ্নপত্র বিতরণ করেন।
 
দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু বাংলানিউজকে বলেন, আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেওয়ার আগেই বিষয়টি আমাদের নজরে আসে। সঙ্গে সঙ্গে এটা সরিয়ে নেওয়া হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্যাকেট করার সময় ভুলের কারণেই এমনটা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রগুলো সঙ্গে সঙ্গেই ফিরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি শিক্ষা বোর্ডকে জানানো হবে। তবে পরীক্ষা পরিচালনা কর্তৃপক্ষের কাছে থাকা অতিরিক্ত প্রশ্নপত্র দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।