ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

যশোর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৮২৯ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
যশোর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৮২৯ পরীক্ষার্থী

যশোর: এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে অনুপস্থিত ১ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেননি তারা।

তবে পরীক্ষায় শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড নেই। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।  

বোর্ড সূত্রে জানা গেছে, এবারে যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২৯৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র (আবশ্যিক) বিষয়ে এক লাখ ৬২ হাজার ৪৭৭ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৬০ হাজার ৬৪৮ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী।  

খুলনা জেলায় ৫৮টি কেন্দ্রে ২৫ হাজার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৪ হাজার ৮৮০ জন। অনুপস্থিত ছিলেন ২৪৫ জন।  

বাগেরহাট জেলায় ২৭ টি কেন্দ্র ১৩ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৩ হাজার ৪৫৯ জন। অনুপস্থিত ছিলেন ১২৯ জন।  

সাতক্ষীরা জেলায় ২৭টি কেন্দ্রে ১৮ হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৮ হাজার ২৮৪ জন। অনুপস্থিত ছিলেন ১৯৩ জন।  

কুষ্টিয়া জেলায় ৩১টি কেন্দ্রে ২২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২২ হাজার ৭৮৪ জন। অনুপস্থিত ছিলেন ১৯১ জন।  

চুয়াডাঙ্গা জেলায় ১৮টি কেন্দ্র ১০ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৪৮২ জন। অনুপস্থিত ছিলেন ১৬১ জন।  

মেহেরপুর জেলায় ১৩টি কেন্দ্র ৭ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ২২৯ জন। অনুপস্থিত ছিলেন ১১৪ জন।  

যশোর জেলায় ৫২টি কেন্দ্র ২৬ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৬ হাজার ১৯৭ জন। অনুপস্থিত ছিলেন ২৯১ জন।  

নড়াইল জেলায় ১৪টি কেন্দ্রে ৭ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৭৩৩ জন। অনুপস্থিত ছিলেন ১১৮ জন।  

ঝিনাইদহ জেলায় ৩৬টি কেন্দ্রে ১৮ হাজার ৯০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৮ হাজার ৬৩৬ জন। অনুপস্থিত ছিলেন ২৭০ জন।  

মাগুরা জেলায় ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৯৬৪ জন। অনুপস্থিত ছিলেন ১১৭ জন।  

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষার দিন সকালে ট্রেজারি থেকে সিকিউরিটি খামের মাধ্যমে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হয়। এবার পরীক্ষার্থীরা ৪০ মার্কের লিখিত ও ১৫ মার্কের এমসিকিউ প্রশ্নের উত্তর ছিলো। এছাড়া বোর্ডের পক্ষ থেকে দুটি ভিজিলেন্স টিম ও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভিজিলেন্স টিম পরীক্ষা তদারকি করেছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।