ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রক্সি দেওয়ায় ৬ ছাত্রীকে বহিষ্কার-২ শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
প্রক্সি দেওয়ায় ৬ ছাত্রীকে বহিষ্কার-২ শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দাখিল বাংলা ১ম পত্র পরীক্ষায় বহিরাগত ছাত্রীদের মাধ্যমে বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে ছয় ছাত্রীকে বহিষ্কার ও দুই শিক্ষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদরাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান।  

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সোলাইমান (৪৫), তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই মাদরাসার সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমান (৪২),  তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার গাউছিয়া রহমানিয়া হোসাইনিয়া আলিম মাদরাসা কেন্দ্রে দাখিলের বাংলা ১ম পত্র পরীক্ষায় ছয় বহিরাগত ছাত্রী বদলি পরীক্ষায় অংশ নেয়। এসময় হাকিমিয়া হাবিবিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মওলানা মো. সোলাইমান ও সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমান পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে বহিরাগত ছাত্রীদের বদলি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি জানতে পারেন। পরে পরীক্ষা কেন্দ্রে অবৈধ পন্থায় বহিরাগত ছয় ছাত্রীকে পরীক্ষায় অংশ গ্রহণে সহযোগিতা করার দায়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০/১৫ ধারায় মওলানা মো. সোলাইমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই মাদরাসার সহকারী শিক্ষক মো. সাদিকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান। এছাড়াও পরীক্ষায় অংশ নেওয়া অভিযুক্ত ছয় ছাত্রীকে বহিষ্কার করা হয়।  

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।