ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
জবিতে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা ব্রাজিল সমর্থকরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাজিল সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিলনমেলা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা।

 

আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন।

সকাল থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা সব শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসব রূপ নেয়। দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একটি কেক কেটা হয় মিলনমেলা উপলক্ষে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লাগানো হয় ব্যানার ফেস্টুন। আয়োজনে অংশ নেয় সাবেক শিক্ষার্থীরাও।  

সমর্থকরা বলেন, এবার কাতার বিশ্বকাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল ৮শ কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমরা প্রত্যাশা করি।

তবে আর্জেন্টিনার সমর্থকদের এখন পর্যন্ত কোনো কার্যক্রম দেখা যায়নি।  

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থকের প্রধান উপদেষ্টা সোহাগ রাসিফ বলেন, আমরা গত বছর নানা আয়োজন করেছিলাম। এবছর এখন পর্যন্ত করতে পারিনি ঠিক। তবে আমরা চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।