ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

খুলনা সিটি নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩ মেয়রপ্রার্থী   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
খুলনা সিটি নির্বাচনে জামানত হারাচ্ছেন ৩ মেয়রপ্রার্থী   

খুলনা: সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৫ মেয়রপ্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। নির্বাচনী বিধি অনুসারে ভোট কম পাওয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

জানা গেছে, মোট প্রদত্ত ভোটের মধ্যে সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

জামানত হারানো মেয়রপ্রার্থীরা হলেন - জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র টেবিল ঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক।

মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, এসএম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং এসএম শফিকুর রহমান মুশফিক পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।  

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

কেসিসি নির্বাচনের রিটার্নিংকর্মকর্তা মো.আলাউদ্দীন বলেন,নির্বাচনে জামানত ফেরত পেতে হলে প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ পেতে হয়। সেই অনুযায়ী কেসিসি নির্বাচনে ৩২ হাজার ২৪২ ভোটের কম পাওয়ায় তিন মেয়রপ্রার্থী জামানত হারাচ্ছেন।  

উল্লেখ্য, ১২ জুন অনুষ্ঠিতব্য খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। যার মধ্যে ১ হাজার ৬৫৯ ভোট বাতিল হয়েছে। আর বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৭৭। ৪৮ দশমিক ১৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪৪০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআরএম/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।