ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রামে মতবিনিময় করবেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রামে মতবিনিময় করবেন সিইসি

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চট্টগ্রাম ও কুমিল্লায় এক মতবিনিময় সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ নিয়েও দিক নির্দেশনা দেবেন তিনি।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিনি মতবিনিময় সভায় অংশ নেবেন। এই অঞ্চলে নির্বাচন কর্মকর্তারা এতে অংশ নেবেন। এতে ভোটার তালিকা হালনাগাদ ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি।

এছাড়া ৩১ ডিসেম্বর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে একই বিষয় নিয়ে এ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন সিইসি। এরপর তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার স্টেশনের ডিজাস্টনর রিকভারি সিস্টেম পর্যবেক্ষণ করবেন।

গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর সিইসি প্রথমবারের মতো আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করবেন। এছাড়া ঢাকার বাইরেও এটি তার প্রথম বৈঠক।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচন হতে পারে। সে লক্ষ্যে নির্বাচন কমিশনও তাদের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। এক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা নির্ধারণের প্রাথমিক পদক্ষেপও তারা নিয়েছে।

নির্বাচন নিয়ে সিইসি গণমাধ্যমকে ইতোমধ্যে বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।