ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপমন্ত্রী শামীমকে শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
উপমন্ত্রী শামীমকে শোকজ

ঢাকা: পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমকে আচরণবিধি ভঙ্গ করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি।

বুধবার (১৩ ডিসেম্বর) নোটিশটি দেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচনী তদন্ত কমিটি নড়িয়া সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম।

নোটিশে বলা হয়েছে, ‘আপনাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-০২ আসনে নড়িয়া উপজেলা, সখিপুর থানা উপজেলা ভেদরগঞ্জ নির্বাচনী এলাকার একজন সংসদ সদস্য পদপ্রার্থী।

গত ৭ ডিসেম্বর সকালবেলা আপনি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের হাঁসের কান্দি ৬নং ওয়ার্ড নৌকার প্রার্থী হিসাবে ৩০০-৪০০ লোকবল নিয়ে নির্বাচনী জনসভা করেছেন।

ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনী প্রচারণা করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালার ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন মর্মে পরিলক্ষিত হচ্ছে।

এমতাবস্থায় আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন তৎমর্মে ১৮ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আপনাকে সশরীরে বা আপনার প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো। ’

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।