ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গণমাধ্যমকে এড়িয়ে গেলেন আমু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
গণমাধ্যমকে এড়িয়ে গেলেন আমু

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু নির্বাচন কমিশনে (ইসি) শোকজের জবাব দিতে এসে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে বিকেল ৩টায় এসে আধাঘণ্টার মতো অবস্থান করেন।

এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণ দর্শান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের কাছে।

সাংবাদিকরা কী কারণ দর্শালেন- জানতে চাইলে এ নেতা বলেন, নো কমেন্টস। পরে তিনি গাড়িতে উঠে চলে যান।

গত ৯ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে আমুকে নোটিশ দেয় নির্বাচন কমিশন। এতে ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় উপস্থিত হতে বলা হয়।

আওয়ামী লীগের এ নেতাকে দেওয়া কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তা মানা করা সত্ত্বেও জনসভা করায় ও ভোট চাওয়ায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এজন্য তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে দেওয়ার জন্য বলে ইসি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।