ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেন্দ্র দখলের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: বাবলা

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
কেন্দ্র দখলের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: বাবলা কথা বলছেন সৈয়দ আবু হোসেন বাবলা। 

ঢাকা: জনগণের ভোট ছিনতাই অথবা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।  

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কদমতলী থানার মোহাম্মদবাগ চৌরাস্তায় ৫৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, শ্যামপুর-কদমতলীর মানুষ শান্তিপ্রিয়। ওই এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। কে নির্বাচিত হলে এলাকাবাসী শান্তিতে থাকতে পারবে আর কে নির্বাচত হলে এলাকায় সহিংসতা বাড়বে তা ভোটাররা জানে। তাই জোর করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবেন না।

এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহনাজ পারভীন, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।