লক্ষ্মীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সেলিনা ইসলামের সমর্থন করায় পদ হারালেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা শেখ ফায়িজ উল্লাহ শিপন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
শেখ ফায়িজ উল্লাহ শিপন রায়পুর উপজেলার বাসিন্দা। ২০২১ সালের একই সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিনি জাপার লাঙল প্রতীক নিয়ে ভোট করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামকে সমর্থন করছেন।
শিপনকে বহিষ্কারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপনকে (লক্ষ্মীপুর) পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। চিঠিটি ২৭ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে শেখ ফায়িজ উল্যা শিপনের মোবাইলফোনে কল দিলে তিনি রিসিভের পর ব্যস্ততা দেখিয়ে কেটে দেন।
লক্ষ্মীপুর জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু বলেন, শিপনকে পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানা নেই। তবে তিনি দলের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে জেনেছি। দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। আসনটিতে আমাদের দলের প্রার্থীও রয়েছেন।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে লাঙল প্রতীকে নির্বাচন করছেন জাপার নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু। আসনটিতে ১৩ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এখানে নৌকার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআরএস