ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন ভালো হচ্ছে: ইলিয়াস মোল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন ভালো হচ্ছে: ইলিয়াস মোল্লাহ

ঢাকা: ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেছেন, আগের যেকোনো বারের তুলনায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হচ্ছে।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং জনগণের শক্তি নিয়ে নির্বাচিত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

ইলিয়াস মোল্লাহ বলেন, আমি তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। আগের যেকোনো সময়ের তুলনায় এবার ভালো নির্বাচন হচ্ছে। আমি দেখেছি, সবাই দেখবে যে এবার উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং বেলা বাড়লে ভোটার আরও বাড়বে।

নির্বাচনের ফলাফল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আগে জনগণ জিতবে, তারপর ইলিয়াস মোল্লাহ। ফলাফল যাই হোক, মেনে নেব।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
আরকেআর/এমএমআই /এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।