ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি

নড়াইল: শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলছে প্রতিটি কেন্দ্রে গণনা।

জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হচ্ছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। নড়াইল-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত পাওয়া ১০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ১৪ হাজার ৮২৪ ভোট। আর জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৪০ ভোট।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।