মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটা ইউনিয়নের তিন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচনে ১১ প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
প্রার্থীরা হলেন- ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মহিবুল ইসলাম ও মহাবুবুর রহমান। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শফিউল ইসলাম, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম ও আবুল বাসার।
৬ নম্বর ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বৈধ প্রার্থীরা হলেন- রাকিবুল ইসলাম, আসাদুল ইসলাম, আবু সাইদ, মহিবুল ইসলাম ও তহিদুল ইসলাম।
রিটার্নিং অফিসার, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান মনোনয়নপত্র যাচাই শেষে এই ১১ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেন। আগামী ৯ মার্চ এ ৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, সাহারাটি ইউনিয়নের দুর্লভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড এবং ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে এবং ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন।
এছাড়াও ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া ও মহেষপুর গ্রাম নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী মৃত্যুবরণ করেন গত মাসে। তিন মেম্বারের মৃত্যুজনিত শূন্য পদের বিপরীতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আরএ