ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মে ২১, ২০২৪
ভোটের আগের রাতে সরে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম  মো. ইব্রাহিম আলী।

চাঁপাইনবাবগঞ্জ: দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভোটের আগের রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী (মাইক) মো. ইব্রাহিম আলী।  

সোমবার (২০ মে) রাত ১১টায় কানসাটে অবস্থিত নির্বাচনী অফিসে তিনি এ ঘোষণা দেন।

 

লিখিত বক্তব্যে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম বলেন, আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আজ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার মাইক প্রতীকের কর্মী সমর্থকদের বলতে চাই আমি আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

কেন ভোটের আগের রাতে এমন সিদ্ধান্ত এবং কোনো চাপের কারণে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মে ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।