ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুড়িগ্রাম-৩

আ’লীগ প্রার্থীকে হারিয়ে জাপার আক্কাছ আলী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
আ’লীগ প্রার্থীকে হারিয়ে জাপার আক্কাছ আলী জয়ী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার/ফাইল ছবি

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ২৭০৩ ভোট বেশি পে‌য়ে বেসরকারিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী (লাঙ্গল প্রতীক) অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার। তি‌নি পে‌য়ে‌ছে‌ন ৮২ হাজার ৫৯৮ ভোট।

তার নিকটতম প্র‌তিদ্ব‌ন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মতিন নৌকা প্রতীক নি‌য়ে পে‌য়ে‌ছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হ‌য়ে চলে বিকেল ৪টা পর্যন্ত চ‌লে।



উলিপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চিলমারী উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত অাসন‌টি।  
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ এবং মহিলা ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।  

মোট ১৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এরমধ্যে গুরুত্বপুর্ণ কেন্দ্রের সংখ্যা ৬৯টি। বুথের সংখ্যা ছি‌লে ৭৬৭টি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এফইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।