ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রংপুরের ৬টি আসনে বৈধ ৪৬ মনোনয়ন, বাতিল ১৪

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
রংপুরের ৬টি আসনে বৈধ ৪৬ মনোনয়ন, বাতিল ১৪

রংপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আসনগুলোতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়।

রোববার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুরের সংসদীয় ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

যাচাই-বাছাই শেষে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ রয়েছে ৪৬ জনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীবের দেওয়া তথ্য মতে যাদের মনোনয়ন বাতিল হয়েছে: রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক, আলী মোহাম্মদ আলমগীর। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু, জাসদের কুমারেশ রায়। রংপুর-৩ (সদর ও সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুল হক ফুলু সরকার, স্বতন্ত্র প্রার্থী নজমুল হক। রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে বিএনপির আমিনুল ইসলাম রাঙ্গা ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির ডা. মমতাজ হোসেন, শাহ্ সোলায়মান ফকির,  মুসলিম লীগের মওদুদা আকতার ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মণ্ডল এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।