ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সহিংসতায় বর্তমানে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত আবুল হাসনাত উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহামা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই কেন্দ্রের আশেপাশে ভোটার স্লিপ প্রদানকারীদের বসা নিয়ে দু’পক্ষে মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে বর্তামানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।