ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নরসিংদীর ৫টি আসনেই আ’লীগের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
নরসিংদীর ৫টি আসনেই আ’লীগের জয়

নরসিংদী: নরসিংদী জেলার ৫টি আসনেই আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। 

রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা রিটার্নিং কার্যালয় থেকে এ ফলাফল পাওয়া যায়।

নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৫২৫ ভোটে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীক নিয়ে ১১ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৭২টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৩০ জন।

নরসিংদী-২ (পলাশ) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল আশরাফ খান নৌকা প্রতীকে ৫৩ হাজার ৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঈন খান ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৮৯০ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ২৬টি। ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩১১ জন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক ভূঁইয়া মোহন নৌকা প্রতীকে ৫৯ হাজার ৮৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা সিংহ প্রতীক নিয়ে ৩২ হাজার ৩২১ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি। ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নৌকা প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৬৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী সরদার শাখাওয়াত হোসেন বকুল ধানের শীষ প্রতীক নিয়ে ৭ হাজার ১৫৬ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৮৩টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৬৫৭ জন।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগ প্রার্থী রাজি উদ্দিন আহমেদ নৌকা প্রতীকে ৮৯ হাজার ৮৮৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। এ আসনে ভোট কেন্দ্রের সংখ্যা ৫২টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৪০ জন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।