ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাটোরে ২ উপজেলায় ৪টিতে আ.লীগ, ৭টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
নাটোরে ২ উপজেলায় ৪টিতে আ.লীগ, ৭টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী ...

নাটোর: নাটোরের নলডাঙ্গা ও গুরুদাসপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৪ জন, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) ৭ জন নির্বাচিত হয়েছেন।

বুধবার (০৫ জানুয়ারি) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালাম ও গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রাত ১০টার সময় এই দুই উপজেলায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন নলডাঙ্গা উপজেলায় ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. আশরাফুজ্জামান মিঠু (আনারস প্রতীক), ২ নম্বর মাধনগর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আব্দুল জব্বার মৃধা (ঘোড়া প্রতীক), ৩ নম্বর খাজুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সোহরাব হোসেন (নৌকা), ৪ নম্বর পিপরুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কলিমুদ্দিন (নৌকা) ও ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বিএনপি'র স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী (চশমা প্রতীক)।

অপরদিকে গুরুদাসপুর উপজেলায় নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. আইয়ুব আলী (মোটরসাইকেল), বিয়াঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল), খুবজীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলাম দোলন (নৌকা), মশিন্দা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. আব্দুল বারী (ঘোড়া), ধারাবারিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিন (নৌকা) ও চাপিলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল)।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।