ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

যা বললেন তৈমূরের মেয়ে ব্যারিস্টার মারিয়াম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
যা বললেন তৈমূরের মেয়ে ব্যারিস্টার মারিয়াম

নারায়াণগঞ্জ: ভোটগ্রহণ চলছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক)। দুপুর পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি।

ভোট সুষ্ঠু পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। বড় দুই প্রার্থী ভোট দিয়ে নিজেদের বিজয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।  

ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার। তিনি সবাইকে হাতি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সকালে তিনি নারায়ণগঞ্জ নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইরে ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন।  

তিনি বলেন, আমি ভোট দিয়েছি, সবাইকে অনুরোধ করছি হাতি মার্কায় ভোট দেবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রের বাইরের পরিবেশটা খুব সুন্দর। কিন্তু ভেতরে একটা সমস্যা হচ্ছে, অনেকে ক্রমিক নম্বর দিয়ে আইডি নম্বর খুঁজে পাচ্ছে না। আইডি নম্বরের সঙ্গে ক্রমিক নম্বরের মিল নেই। কিন্ত বাইরে এসে সার্চ করে দেখছি সেটা ঠিক আছে। ভেতরে এই সহযোগিতাটা আমরা পাচ্ছি না। আর কোনো সমস্যা নেই।

এর আগে একই কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি ভোট দিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু হলে আমি লক্ষাধিক ভোটে জয়ী হবো।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।