ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন সিইসি কেএম নূরুল হুদা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগামী বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন।

নির্বাচন কমিশনের (ইসি) খবর সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‌‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ অনুষ্ঠানটি আয়োজন করছে।

আরএফইডির সাধারণ সম্পাদক কাজী জেবেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ‌‘আরএফইডি টক’ আয়োজন করা হয়েছে।  

এতে অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরএফইডির সভাপতি সোমা ইসলাম।

এর আগেও সিইসি সাংবাদিকদের সঙ্গে একবার আলোচনায় অংশ নিয়েছিলেন।

কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। আলোচনায় তার পাঁচ বছর মেয়াদে বিভিন্ন কর্মযজ্ঞসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।