ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সেনবাগে সিল মারা ৩৫ ব্যালট উদ্ধার, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
সেনবাগে সিল মারা ৩৫ ব্যালট উদ্ধার, ককটেল বিস্ফোরণ ব্যালট পেপার

নোয়াখালী: ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ৩৫টি ব্যালট উদ্ধার করা হয়েছে।

এ সময় বাহিরে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং  সিলমারা অবস্থায় পাওয়া ব্যালটগুলো বাতিল করা হয়।  

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।  

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে নারী ভোটারের উপস্থিতি।  

প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।