ঢাকা: আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর জন্য জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ভোটের দিন সকাল ৬টা মধ্যে ব্যালট পাঠাতে হবে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ব্যালট পেপার ছাড়া অন্যান্য উপকরণ ভোটের আগের দিন কেন্দ্রে যাবে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে কেবল সংশ্লিষ্ট এলাকায় ব্যালট পেপার আগের দিন যাবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব পর্যায়ে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভােটগ্রহণের দিন সকালে ভােটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানাের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। যেসব ইউনিয়নে ভােটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানাে সম্ভব হবে না ভােটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগে উপযুক্ত কারণসহ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ব্যালট পেপারসহ ভােটকেন্দ্রগুলোতে নির্বাচনী মালামাল পৌঁছানাের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো:
(ক) ব্যালট পেপার ব্যতীত অন্যান্য নির্বাচনী মালামালসহ ভােটগ্রহণের আগের দিন প্রিজাইডিং অফিসার অন্যান্য ভােটগ্রহণ কর্মকর্তা ও তার দায়িত্বপ্রাপ্ত ভােটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভােটকেন্দ্রে গমন করবেন। তবে প্রিজাইডিং অফিসার বা তার কর্তৃক ক্ষমতায়নপ্রাপ্ত একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও একজন পােলিং অফিসার ভােটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার গ্রহণ করে ভােটকেন্দ্রে পৌঁছাতে হবে।
(খ) ভােটগ্রহণের আগের রাতে ব্যালট পেপারগুলো উপজেলা সদরে বা স্থানীয় ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করতে হবে।
(গ) ভােটগ্রহণের দিন প্রিজাইডিং অফিসার কর্তৃক ক্ষমতায়নপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করে ভােটকেন্দ্রের জন্য নিয়ােজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরাপত্তার সঙ্গে সকাল ৬টার মধ্যে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন।
(ঘ) মােবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়ােজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়ােজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করবে।
আগে কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হতো। এবার ইউপিতে প্রায় সব কেন্দ্রেই ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাচ্ছে। নির্বাচনের আগের রাতে ভোট কারচুপি ঠেকাতেই এ উদ্যোগ নির্বাচন কমিশনের।
ইতোমধ্যে ছয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এতে বিভিন্ন কারণে স্থগিত ১০০ কেন্দ্রের ভোটগ্রহণও করা হবে ৭ ফেব্রুয়ারি। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের আরও আটটি ইউপিতে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
ইইউডি/আরআইএস