ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাষ্ট্রপতি-নূরুল হুদা কমিশনের বিদায়ী সাক্ষাৎ রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
রাষ্ট্রপতি-নূরুল হুদা কমিশনের বিদায়ী সাক্ষাৎ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সিইসি কেএম নূরুল হুদা।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় পাঁচ সদস্যের পুরো কমিশন সাক্ষাতের জন্য সময় পেয়েছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি বর্তমান কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে।

নূরুল হুদা কমিশন সব সিটি করপোরেশন নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেছে গত পাঁচ বছরে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।