ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নূরুল হুদা কমিশনের শেষ অফিস সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
নূরুল হুদা কমিশনের শেষ অফিস সোমবার

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ পাঁচ বছর পূর্ণ হচ্ছে আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি)। আর শেষ কার্যদিবসে বিদায়ী সংবাদ সম্মেলন করবে কমিশন।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে আয়োজন করা হবে সংবাদ সম্মেলনটির। এতে সিইসি তাদের পাঁচ বছরের কর্মযজ্ঞের বিষয়টি তুলে ধরবেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সাবেক বেসামরিক আমলা কে এম নূরুল হুদাকে সিইসি, মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সামরিক আমলা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। পাঁচ বছর দায়িত্বে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন।

নতুন কমিশন নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সার্চ কমিটি বর্তমানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। রাষ্ট্রপতির কাছে কবে নাগাদ নাম প্রস্তাব করবে এ কমিটি, তা চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগবে। এক্ষেত্রে কমিশন ছাড়াই চলবে ইসি সচিবালয়। ইতোমধ্যে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নতুন কমিশন দেরিতে নিয়োগ হলেও কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে না।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।