ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শপথ নিলেন যশোরের ২৫ ইউপি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
শপথ নিলেন যশোরের ২৫ ইউপি চেয়ারম্যান

যশোর: পঞ্চম ধাপে অনুষ্ঠিত যশোর সদর ও কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।  

রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান হয়।



যশোর স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এসব ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিম লিংকন, কেশবপুরের ইউএনও আরাফাত হোসেন।

যেসব ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন তারা হলেন যশোর সদর উপজেলার হৈবতপুরের আবু সিদ্দিক, চুড়ামনকাটির দাউদ হোসেন, আরবপুরের আরশাদ আলী, দেয়াড়ার আনিচুর রহমান, চাঁচড়ার শামীম রেজা, রামনগরের মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুরের রাজু আহমেদ, বসুন্দিয়ার রিয়াজুল ইসলাম খান, ফতেপুরের সোহরাব হোসেন, কচুয়ার লুৎফর রহমান ধাবক, নওয়াপাড়ার হুমায়ুন কবীর তুহিন, ইছালীর ফেরদৌসী ইয়াসমিন, লেবুতলার আলিমুজ্জামান মিলন, উপ-শহরের এহসানুর রহমান লিটু ও কাশিমপুরের শরিফুল ইসলাম।

কেশবপুর উপজেলার ইউপি চেয়ারম্যানরা হলেন ত্রিমোহিনীর আনিসুর রহমান, সাগরদাঁড়ির কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুরের হুমায়ুন কবীর, বিদ্যানন্দকাঠির আমজাদ হোসেন, মঙ্গলকোটের আব্দুল কাদের বিশ্বাস, পাজিয়ার জসিমউদ্দিন, সুফলাকাঠির মুঞ্জুর রহমান, গৌরিঘোনার এস এম হাবিবুর রহমান, সাতবাড়িয়ার গোলাম মোস্তফা ও হাসানপুরের তৌহিদুজ্জামান।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৬ ইউনিয়নে গত ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সদর উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১১টিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া কেশবপুর সদর ইউপির নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে ব্যালটে সিল মারার অভিযোগে এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি স্থগিত কেন্দ্রটিতে ভোট গ্রহণ করা হয়। এতে আলাউদ্দীন আলা বিজয়ী হয়েছেন। ফলে এ ইউনিয়নে গেজেট প্রকাশ না হওয়ায় রোববার তার শপথ গ্রহণ হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।