ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানাবে নতুন ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার শ্রদ্ধা জানাবে নতুন ইসি

ঢাকা: সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণপূর্তের প্রধান প্রকৌশলীকে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে- সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান সকাল ১০টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

গত ২৬ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়ার পরের দিন শপথ নেন বর্তমান কমিশন। এরপর সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দিনের অফিস শেষে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।