ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দোহার পৌরসভা নির্বাচনে মেয়র হলেন আলমাছ উদ্দিন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
দোহার পৌরসভা নির্বাচনে মেয়র হলেন আলমাছ উদ্দিন

নবাবগঞ্জ, (ঢাকা): ঢাকার দোহার পৌরসভা নির্বাচনে আলমাস উদ্দিন মেয়র নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টায় দোহার উপজেলা কনফারেন্স রোমে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা দোহার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আশরাফুল আলম বেসরকারি ফলাফলে আলমাছ উদ্দিনকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

রির্টার্নিং অফিসার জানান, পৌরসভায় মোট ভোটার সংখা ছিল ৪৩০৬৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২১। ফলফল মোট কেন্দ্রের সংখ্যা ২১। মোট ৮ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।  এদের মধ্যে মো. আলমাছ উদ্দিন (জগ প্রতীক) ৬৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (হেলমেট প্রতীক) ৫০২৩ ভোট পেয়েছেন।  
 
পৌরসভা নির্বাচন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচন শুরু হয়ছে এবং নির্বাচন চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া মেয়র পদে অন্নান্য প্রতিদ্বন্দ্বী প্রাথীরা ছিলেন আব্দুর রহমান আকন্দ (নারিকেল গাছ প্রতীক), জামাল উদ্দিন আহমদ (মোবাইল প্রতীক), মো. জাহাঙ্গীর আলম (চামচ প্রতীক), মো. নুরুল ইসলাম (ইস্ত্রি প্রতীক),  আমজাদ হোসেন (হাতপাখা প্রতীক) এবং মো. ফরহাদ হোসেন।  

বাংলাদেশ সময়: ৯৮২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।