ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরিশালের ৬ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বরিশালের ৬ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বরিশাল: বরিশালের ছয় পৌরসভায় ২২ মেয়র, ১৮১ কাউন্সিলর ও ৫৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  
 
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।

 
 
উজিরপুরে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিনকে ‘নৌকা’, বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম খানকে ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মন্নান হাওলাদারকে ‘হাত পাখা’ ও ন্যাশনাল পিপলস পার্টির মনিরুজ্জামানকে ‘আম’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  
গৌরনদীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হারিছুর রহমান ‘নৌকা’, বিএনপির প্রার্থী সফিকুর রহমান ‘ধানের শীষ’, এনপিপির প্রার্থী তুহীন ‘আম’ ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়েদুল হক নবী ‘হাত পাখা’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
 
বাকেরগঞ্জে বিএনপির প্রার্থী মতিউর রহমান মোল্লাকে ‘ধানের শীষ’, এনপিপির প্রার্থী মাহাবুব আলী মন্টুকে ‘আম’, আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়াকে ‘নৌকা’ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হেমায়েত উদ্দিন হাওলাদারকে ‘হাত পাখা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন খানকে ‘নৌকা’, বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন দিপেনকে ‘ধানের শীষ’ ও ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন খোকন গাজীকে ‘হাত পাখা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
মুলাদীতে  বিএনপির প্রার্থী  আসাদ মাহমুদ ‘ধানের শীষ’, ইসলামী আন্দোলনের মাওলানা মঞ্জুর হোসেন ‘হাত পাখা’, আওয়ামী লীগের প্রার্থী শফিক উজ্জামান ‘নৌকা’ এবং ওয়ার্কার্স পার্টির সেলিম আহমেদ চৌকিদার ‘হাতুড়ি’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
 
এছাড়া, বানারীপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীলকে ‘নৌকা’, বিএনপির প্রার্থী গোলাম মাহামুদকে ‘ধানের শীষ’ এবং ইসলামী আন্দোলনের জলিল মাহামুদ মৃধাকে ‘হাতপাখা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।