ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ত্রিশালে আ.লীগ সমর্থকদের অস্ত্রের মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ত্রিশালে আ.লীগ সমর্থকদের অস্ত্রের মহড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

এ সময় বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটিয়েছেন তারা।

   

বুধবার (৩০ ডিসেম্বর) দুপর ১২টার দিকে এ পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের উপজেলা পরিষদ মোড়ে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপ‍ুরে আকস্মিকভাবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জুয়েল সরকারের লোকজন ফাঁকা গুলি চালায়। এ সময় অনেককেই হাতে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়।

এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় জনতাও তাদের ইট-পাটকেল নিক্ষেপ করে।
Trishal_bullet
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাময়িকভাবে একটু গন্ডগোল হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌর নির্ব‍াচনে ত্রিশাল পৌরসভায় আওয়ামী লীগ থেকে জুয়েল সরকার (নৌকা) ও দলের বিদ্রোহী এ বি এম আনিসুজ্জামান আনিস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

অন্যদিকে ধানের শীর্ষে লড়ছেন বিএনপি প্রার্থী আমিন সরকার।

এ পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১১টি, মোট ভোটার ২১ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ও নারী ভোটার ১০ হাজার ৯৫৩ জন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএমকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।