ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘হাওয়া’র জন্য দিল্লিতে চঞ্চল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
‘হাওয়া’র জন্য দিল্লিতে চঞ্চল

‘হাওয়া’ সিনেমার জন্য এবার দিল্লিতে গেলেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দিল্লিগামী বিমানে ঢাকা ছাড়েন তিনি।

বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।

ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই অভিনেতা লেখেন, ‘দিল্লী চলি ইন্দো-বাংলা ফিল্ম ফেসটিভালে। ‘হাওয়া’ নিয়ে…।

দিল্লিতে তিন দিনব্যাপী ৪র্থ ইন্দো-বাংলা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে শুক্রবার। এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে। জানা গেছে, ‘হাওয়া’ প্রদর্শন করা হবে ৫ ফেব্রুয়ারি সকালে।

২০১৭ সালে এই চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হলেও করোনা মহামারির জন্য গত দুই বছর এই উৎসব আয়োজন করা হয়নি।

প্রসঙ্গত, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।