ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম পাওয়া চিঠিতে নুসরাত ফারিয়ার জন্য কী লেখা ছিল?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
প্রথম পাওয়া চিঠিতে নুসরাত ফারিয়ার জন্য কী লেখা ছিল? নুসরাত ফারিয়া

দুই বাংলায় জনপরিচিত অভিনেত্রী, গায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি গণমাধ্যমের বিনোদনমূলক আয়োজনে হাজির হয়েছিলেন তিনি।

এ সময় নানা কথার ফাঁকে জানিয়েছেন নিজের প্রেমের বিষয়েও।

‘প্রেমী ও প্রেমী’ সিনেমার এই নায়িকা জানান, জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি।

জীবনের প্রথম পাওয়া প্রেমের চিঠিতে কী লেখা ছিল সেটিও মনে আছে নুসরাত ফারিয়ার। তিনি বলেন, ‘‘সেটি ছিল একটি গান। এর শিরোনাম ‘লিভিং অন এ জেট প্লেন’ (মার্কিন গায়ক জন ডেনবারের লেখা ও গাওয়া) পুরো গানটি লিখে পাঠিয়েছিলেন তাকে। ’’ তবে চিঠিটি কে পাঠিয়েছিল তা জানাননি এই অভিনেত্রী।

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী বলেছিলেন, আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলে আক্ষেপ থাকবে না। এই চরিত্রে অভিনয়ের যে সুযোগ অর্জন করেছি, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।