পাবনা: উপমহাদেশের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন পাবনাস্থ সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সোমবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে ড. নরেশ মধু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুরে হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য মুনমুন সেনকে আহ্বান জানান তিনি। তার আহ্বানে একটি মেসেজের মাধ্যমে পরিষদের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন সেন।
সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বাঙালি ও ভারতীয় অভিনেত্রী। তিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৮৭ সালে সিরিভেন্নেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ প্রদেশের নন্দী সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
মুনমুন সেন তার অভিনয় জীবনের শুরু করেন বিয়ে এবং মা হওয়ার পর। ১৯৮৪ সালে ‘অন্দর বাহার’ সিনেমার মধ্য দিয়ে তার সিনেমা জগতে অভিষেক ঘটে। তিনি অনেক চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। টেলিভিশনে ধারাবাহিক নাটকের পাশাপাশি তিনি কিছু বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন।
মুনমুন সেন ১৯৭৮ সালে ত্রিপুরা স্টেটের রাজ পরিবারের উত্তরাধিকারীকে বিয়ে করেন। তার দুটি মেয়ে রয়েছে। তারা হলেন- অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সঙ্গে যুক্ত হওয়ায় মুনমুন সেনকে পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।
সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন ইতোমধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ি, বই ও একটি ছবি পরিষদকে দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সহযোগিতা করবেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ