ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

এবার শুভমিতার সঙ্গে গাইলেন শরীফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এবার শুভমিতার সঙ্গে গাইলেন শরীফ কণ্ঠশিল্পী শুভমিতা ও শরীফ

প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরেই গান করছেন। ক্যারিয়ারের শুরুতে একক গান করলেও, সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের কয়েকজন খ্যাতিমান শিল্পীর সঙ্গে দ্বৈতগান করে।

শরীফ বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ন্যান্সির সঙ্গে ‘প্রেমের খাম’ শিরোনামে একটি রোমান্টিক গানে জুটি বেঁধেছিলেন। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলে।  

তারই ধারাবাহিকতায় কলকাতার শুভমিতার সঙ্গে এবার ‘দৃষ্টিহীন’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন শরীফ। গানটির গীতিকার ও সুরকার আসাদ আফজাল। এর সংগীতায়োজন করেছেন তানজিম রেজা রোমান্স।  

গানটির রেকর্ডিং হয়েছে লন্ডনের আইয়াহ রেকর্ডিং স্টুডিও কলকাতার গান বাজনা স্টুডিওতে।

‘দৃষ্টিহীন’ গানটির চিত্রায়ণ হয়েছে কলকাতার বারুইপুরের জমিদার বাগানবাড়িতে। গানটি লন্ডনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘তিন তার (3TAAR)’- এর ব্যানারে প্রকাশিত হয়েছে। যথারীতি গানটি সর্বমহলের শ্রোতাদের নজরে এসেছে এবং প্রশংসা কুড়াচ্ছে।

কণ্ঠশিল্পী শরীফ বলেন, একটা সময় আমার প্রিয় শিল্পীদের গান নিজের অজান্তে গুনগুন করে গাইতাম। সেই থেকে সুরের প্রতি একটি অসম্ভব রকম টান জন্ম নিয়েছে হৃদয়ের গহীনে। প্রথম যেদিন গান রেকর্ড করেছিলাম, আমার কাছে বিষয়টা একটা স্বপ্নের মত লেগেছিল। এখন ধীরে ধীরে আমি দেশ ও দেশের বাইরের প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে দ্বৈত গান করছি। সহশিল্পীরা আমার গায়কির প্রশংসা করছেন এবং শ্রোতারাও আমার গান সাগ্রহে শুনছেন। এটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি। আমি চাই, সুরের আকাশে নিজস্ব একটা অবস্থান তৈরি করতে। যার জন্য সবার সমর্থন ও ভালবাসা প্রয়োজন।  

তিনি জানান, তার হাতে বর্তমানে বেশ কিছু গান আছে। শিগগিরই এগুলো ভিডিও আকারে বাজারে আসবে। এর মধ্যে বলিউড শিল্পী অন্বেষার সঙ্গে একটি আধুনিক গান নিয়ে তিনি বেশ আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।