ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাঠে বসে আর্জেন্টিনার জয় দেখলেন মেহজাবীন-ফারিণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
মাঠে বসে আর্জেন্টিনার জয় দেখলেন মেহজাবীন-ফারিণ তাসনিয়া ফারিণ-মেহজাবীন চৌধুরী

সারা বিশ্বেই ছড়িয়ে আছে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। বাংলাদেশেও আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।

সামাজিকমাধ্যমে গলা ফাটাতে দেখা যায় শোবিজ তারকাদেরও।

এবার মেসি ও আর্জেন্টিনার খেলা দেখতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। মেটলাইফ স্টেডিয়ামে বসে তারা উপভোগ করেছেন কোপা আমেরিকায় চিলির বিপক্ষে মেসিদের জয়।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা ও চিলির খেলা। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই মেহজাবীন ও ফারিণ পৌঁছে যান স্টেডিয়ামে। প্রচুর ছবিও তুলেছেন আলাদা ও একসঙ্গে।

খেলা শুরুর আগে তাসনিয়া ফারিণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে সেটির ক্যাপশন লেখেন, ‘নেভার আরলি ফর মেসি’। আর মেহজাবীন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজকে কে জিততে পারে?’

প্রথমবার গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখে নিরাশ হতে হয়নি মেহজাবীন ও ফারিণের। চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খেলা শেষেও আর্জেন্টিনার জয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।