ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দল পাল্টালেন মেহজাবীন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
দল পাল্টালেন মেহজাবীন!

দুই বছর আগে ব্রাজিলের জার্সি গায়ে দেওয়া মেহজাবীন চৌধুরীর একটি ছবি ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে চর্চা। এই চর্চার কারণ এরপরে বিভিন্ন সময়ে অভিনেত্রীকে আর্জেন্টিনার জার্সিতেও দেখা গেছে একাধিকবার।

শুধু তাই নয়, বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকাসহ আর্জেন্টিনার সব খেলাতেই দলটিকে সাপোর্ট করতে দেখা যায় মেহজাবীনকে।  

এই চর্চা নতুন করে শুরু হয় বুধবার (২৬ জুন) মেহজাবীনের একটি পোস্ট ঘিরে। এদিন দুপুরে আর্জেন্টিনার জার্সি গায়ে নতুন কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার খেলা দেখছেন তিনি।  

মেহজাবীন চৌধুরী ব্রাজিলের সমর্থক নাকি আর্জেন্টিনার? এই প্রশ্নে আবার আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, দল পাল্টেছেন মেহজাবীন! কেউ বলছেন, তিনি আর্জেন্টিনার সাপোর্টার, এটা বুঝাই যায়।

ভক্তদের অনেকে বিভ্রান্ত হলেও অভিনেত্রী আগেই জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।