ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটালেন মেহজাবীন, ফেসবুকজুড়ে সমালোচনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটালেন মেহজাবীন, ফেসবুকজুড়ে সমালোচনা বাঁয়ের ছবিতে সোহাগী জাহান তনুর গ্রাফিতি, ডানের ছবিতে পোস্টার সাঁটাচ্ছেন মেহজাবীন চৌধুরী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার লাগিয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) তিনি তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগান।

এসময় তার পাশে সিনেমাটির নির্মাতা শঙ্খ দাসকেও দেখা যায়। এ নিয়ে ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় বইছে।  

সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বিষয়ে গ্রাফিতি আঁকা হয়। হত্যাকাণ্ডের শিকার তনুকে নিয়েও বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে একটি গ্রাফিতি আঁকা হয়। এতে লেখা ছিল ‘Who do you call when the army rapes?’ এই গ্রাফিতির ওপরই মেহজাবীন তার প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র পোস্টার সাঁটালেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানিম বিন কাইয়ুম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রাফিতির ওপরে পোস্টার লাগানোর সাহস স্বয়ং সরকারেরও নেই। অথচ সেখানে এই মেহজাবীন পোস্টার লাগায়। ওদের জন্যই ঢাবিতে প্রবেশে বিধিনিষেধ দরকার। ’

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. শাহীন বলেন, ‘পোস্টারটা কেউ দয়া করে তুলে ফেলবেন না। মাননীয়া অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজে এসে পোস্টার ছিঁড়ে যেতে হবে। আমার বোন তনুরে সে চেনে না?! চিনবে ক্যামনে!’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।