বাবা হলেন ‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিল। তার প্রেমিকা নাটালি ভিসকুসো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলে পিপল ম্যাগাজিনকে জানিয়েছে একটি সূত্র।
২০২৪ সালের এপ্রিলে ক্যাভিল ঘোষণা করেছিলেন যে, তিনি ও ভিসকুসো তাদের প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন।
তিনি সেই সময় দ্য মিনিস্ট্রি অব আনজেন্টলম্যানলি ওয়ারফেয়ারের নিউ ইয়র্ক প্রিমিয়ারে অ্যাক্সেস হলিউডকে বলেছিলেন, আমি খুবই রোমাঞ্চিত। ন্যাটালি ও আমি দুজনেই খুব উচ্ছ্বসিত। আশা করি, এর আরও অনেক কিছু আপনি সামনে দেখতে পাবেন।
এরপর, ক্যাভিল ফাদার্স ডে-তে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের কাছ থেকে প্রথম সন্তান আসার আগে পিতৃত্বের বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।
২০২১ সালের এপ্রিলে ক্যাভিল ও নাটালি ভিসকুসো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তারা তখন একটি দাবা খেলার সময় তোলা ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।
ভিসকুসো সেই পোস্টে লিখেছিলেন, ‘হেনরিকে কিছু দাবা খেলা শেখাচ্ছিলাম... অথবা... হয়তো সে আমাকে জিততে দিয়েছে?’
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এনএটি