ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’ দৃশ্য : ‘ইডা’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে পুরস্কার জিতলো পোল্যান্ডের ‘ইডা’। পাওয়েল পাউলিকোস্কি পরিচালিত ছবিটির কাছে হেরে গেছে রাশিয়ার ‘লেভিয়াফান’।



এর আগে বাফটা এবং স্পিরিট অ্যাওয়ার্ডসেও সেরা বিদেশি ভাষার ছবি হয়েছে ‘ইডা’। এতে তুলে ধরা হয়েছে ষাটের দশকের পোল্যান্ড। এর গল্প আনা নামের এক যুবতী নানকে ঘিরে। পুরস্কার গ্রহণের পর পাউলিকোস্কি বলেন, ‘জীবনটা সত্যিই অনেক চমকে ভরা। ’

তবে গোল্ডেন গ্লোব জিতে রাশিয়ার ‘লেভিয়াফান’ও এগিয়ে ছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ে। আর মার্কিন মুলুকে রুশ ছবি পুরস্কার জিতলে তা হতো আলোচিত ঘটনা। তা হয়নি। মনোনয়নেই সন্তুষ্ট থাকতে হলো ‘লেভিয়াফান’কে। এ ছাড়া ফরাসি অস্কার সিজার অ্যাওয়ার্ডস জেতা মরিটানিয়ার ‘টিমবুকটু’, এস্টোনিয়ার ‘ট্যাঙ্গারিন্স’, আর্জেন্টিনার ‘ওয়াইল্ড টেলস’ও মনোনয়ন পেয়েছিলো সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৮৭তম অস্কার অনুষ্ঠান। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা নীল প্যাট্রিক হ্যারিস।

বাংলাদেশ সময় : ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা গান ‘গ্লোরি’র জন্য অশ্রু
** স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট
** অস্কারে সেরা সহ-অভিনেতা হলেন জেকে সিমন্স
** শুরু হলো অস্কার আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।