ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় গাইবেন কলকাতার মীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ঢাকায় গাইবেন কলকাতার মীর মীর আফসার আলী

রেডিও জকি হিসেবে আলোচিত, জনপ্রিয়। পরবর্তীতে গান আর অভিনয়ে এসেও প্রশংসিত।

সেই মীর আফসার আলী, ‘মীরাক্কেল’খ্যাত মীর ঢাকায় আসছেন। সঙ্গে থাকবে তার গানের দল ব্যান্ডেজ। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘ফ্যান্টাবুলাস কমেডি নাইট’ শীর্ষক এক কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি। এটি আয়োজন করেছে ম্যাডবক্স কমিউনিকেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাঈদ আহমেদ শামস বাংলানিউজকে জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর রাতে কনসার্টটি হবে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। শুধু মীর নয়, এখানে থাকবেন এ দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। পারফর্ম করবেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত শশী, সজল, শাওন, ইমন-সহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।