ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জহির রায়হানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
জহির রায়হানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা জহির রায়হান

কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৮১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আগামী ১৯ আগস্ট বিকেল ৫টায় এর উদ্বোধন হবে।



বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কাজী মোহাম্মদ শীশ ও সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার মশিউদ্দিন সাকের ও জহির রায়হানের পুত্র অনল রায়হান।

১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মেছিলেন জহির রায়হান। দেশ স্বাধীন হওয়ার পর তার নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে শুরু করেন তিনি। ভাইয়ের সন্ধানে মিরপুরে গিয়ে আর ফিরে আসেননি জহির রায়হান। ১৯৭২ সালের ৩০ জানুয়ারি তার অন্তর্ধান দিবস।

বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।